ঝাউদিয়া ইউনিয়ন এর অন্যতম বিল চাপাই গাছি বিল । এটি ৪ থেকে ৬ কিলোমিটার পর্যন্ত আয়তন। এই বিলে নানা প্রকারের মাছ পাওয়া যায় যেমনঃ রু কাতলা , মৃগেল, নওলা , শিং ,মাগুর, পুটি , চিংড়ী, বোয়াল, বালি, চান্দা, এছাড়াও নানা প্রকারের মাছ পাওয়া যায়। এই বিলে গ্রামের নানা প্রকারের মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করে। চাপাইগাছি বিল ঝাউদিয়া ইউনিয়ন এর একটি ঐতিহাসিক স্থান যা দেখতে অনেক পর্যটক দেখনে আসে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস