এত দ্বারা সম্মানিত ভূমি মালিকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কুষ্টিয়া জোনাল সেটেলমেন্ট অফিসের অধীন কুষ্টিয়া সদর উপজেলাধীন ভূমির ডিজিটাল জরিপ ও রেকর্ড প্রস্তুতির কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তৎপ্রেক্ষিতে উপজেলাব্যাপী অতি শিঘ্রই সকল মৌজায় বিমান থেকে এ্যারিয়াল ফটোগ্রাফি পদ্ধতিতে ভূমির সীমানা নির্ধারণ করা হবে। এজন্য সম্মানিত ভূমি মালিকগণের স্ব স্ব জমির সীমানা অথবা আইল সু-স্পষ্টভাবে চিহ্নিত রাখা প্রয়োজন। উল্লেখ্য যে, ইতিপূর্বে মৌজার জরিপ কাজের জন্য সহায়তা পিলার স্থাপন করা হয়েছে।
এমতাবস্থায়, মৌজার অধিভূক্ত সম্মানিত মালিকগণকে নিজ নিজ ভূমির সীমানা সঠিকভাবে চিহ্নিত করে সরেজমিনের অবস্থান ঠিক রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইলো।
অনুরোধক্রমে:
এ.এইচ.এম এহেতেশাম উল হক কোরাইশী
সহকারী সেটেলমেন্ট অফিসার
কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
তথ্য হালনাগাদকারী: সুমন শেখ, এ.এ.সি.ও
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS