Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দর্শনীয় স্থান

ঝাউদিয়া শাহী মসজিদটি বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের ঝাউদিয়া গ্রামে অবস্থিত একটি মোঘল আমলের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন। মসজিদটি তিন গম্বুজ বিশিষ্ট এবং মোঘল শিল্পকলার এক অপূর্ব নিদর্শন হিসেবে পরিচিত। এটি স্থানীয় ঝাউদিয়া গ্রামের নামানুসারে নামকরণ করা হয়েছে এবং এটি কুষ্টিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। 

 


   

           

 অবস্থান: 

   

  

  • কুষ্টিয়া সদর থানার ঝাউদিয়া ইউনিয়নের ঝাউদিয়া গ্রামে অবস্থিত। 

         

 নির্মাণ ও ইতিহাস: 

   

  

  • মোঘল সম্রাট শাহজাহানের রাজত্বকালে ঝাউদিয়ার জমিদার শাহ সূফী আহমদ আলী ওরফে আদারী মিয়া মসজিদটি নির্মাণ করেন। 
  • এটি মোঘল শিল্পকলার এক চমৎকার নিদর্শন। 

         

 বৈশিষ্ট্য: তিন গম্বুজ বিশিষ্ট একটি স্থাপত্য,  মোঘল স্থাপত্যশৈলীর এক অপূর্ব দৃষ্টান্ত. 

   

           

 গুরুত্ব: 

   

  

  • কুষ্টিয়া জেলার একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এবং প্রত্নতাত্ত্বিক স্থান। 
  • এটি বাংলাদেশের ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

ঝাউদিয়া শাহী মসজিদে বাংলাদেশের মধ্যে একটি অন্যতম স্থান অনেক জায়গা থেকে এখানে ছিন্নি করে নামাজ পড়ে যায়