Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মৃত্যু নিবন্ধন রেজিষ্টার

 

অত্র ইউপিতে মৃত্যু নিবন্ধন রেজিষ্টারের সংখ্যা- ০১ টি। অত্র ইউপিতে কোন ব্যাক্তি মৃত্যু বরন করলে গ্রাম পুলিশের মাধ্যমে তা রেজিষ্টারের ভুক্ত করা হয়। মৃত্যু্র তারি, মৃত্যু বাক্তির নাম থাকে, পিতার নাম থাকে, গ্রামের নাম ও ওয়ার্ড নং থাকে, মৃত্যু ব্যক্তির মৃত্যুর কারন উল্লেখ করা থাকে। এবং স্ব স্ব ওয়ার্ডের গ্রাম পুলিশের মাধ্যমে  রেজিষ্টার ভুক্ত করা হয়। যদি কোন ব্যাক্তি মৃত্যু সনদের প্রয়োজন হলে রেজিষ্টার ভুক্ত ব্যক্তির নাম দেখে সনদ পত্র  দেওয়া।

০১টি রেজিষ্টারে মোট মৃত্যু নিবন্ধনের সংখ্যা- ২১৫০