৯ নং ঝাউদিয়া ইউনিয়ন্ম পরিষদ কার্যলয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিষ্টারের সংখ্যা- ১০ টি। অত্র ইউপিতে ৪২৩৫০ লোক বসবাস করছে । যাদের মধ্যে আনুমানিক ৩৫০০০ হাজার লোকের জন্ম নিবন্ধন সমর্পুন হয়েছে। বতর্মানে সব জন্ম নিবন্ধন ১০০% অনলাইন ভিত্তিক এন্টি করা হচ্ছে। জন্ম নিবন্ধন নন্ম্বর ১৩ দিজিট এর স্থলে ১৭ ডিজিট করা হয়েছে এবং গেজেট ও অনুযায়ী কাগজ পত্র নিয়ে জন্ম নিবন্ধন তৈরী করা হচ্ছে।
বিঃদ্যঃ জন্ম নিবন্ধন করতে আশা প্রতিটী ব্যাক্তিকে আরো বলা হচ্ছে যে, জন্ম একবার জন্ম নিবন্ধন একবার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস